গাজীপুরে নিখোঁজের ৩ দিন পর বাসচালকের লাশ উদ্ধার
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ০৮ অক্টোবর ২০২৪, ২১:৩৬
গাজীপুরে নিখোঁজের তিনদিন পর তারেক হোসেন (৩০) নামের এক বাসচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের জয়দেবপুর বাস টার্মিনালের পাশে পরিত্যাক্ত জমির প্লট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তারেক হোসেন ফরিদপুরের মরহুম আবুল কাশেমের ছেলে। তিনি ঢাকা-গাজীপুর রুটের বলাকা পরিবহনের চালক ছিলেন।
নিহতের ভগ্নিপতি সোহেল খান জানান, গাজীপুর শহরের মুন্সিপাড়া এলাকার সায়েদ আলীর ভাড়া বাসায় থাকতেন। শনিবার সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরে স্বজনরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। নিখোঁজের তিনদিন পর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জয়দেবপুর বাস টার্মিনালের পাশে সীমানা প্রাচীর দেয়া নুরুল ইসলামের জমির পরিত্যাক্ত প্লটে তার লাশ দেখতে পায় স্থানীয়রা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার (ওসি তদন্ত) রাহেনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। তার মুখসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আগের শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা