১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

আশুলিয়ায় শ্রমিককলোনীতে অগ্নিকাণ্ডে ২২ কক্ষ ভস্মীভূত, নিঃস্ব ১৬ পরিবার

আশুলিয়ায় শ্রমিককলোনীতে অগ্নিকাণ্ডে ২২ কক্ষ ভস্মীভূত, নিঃস্ব ১৬ পরিবার - ছবি : নয়া দিগন্ত

শিল্পাঞ্চল আশুলিয়ায় অগ্নিকাণ্ডে একটি শ্রমিক কলোনীর ২২ কক্ষ ভস্মীভূত হয়েছে। আগুনে কক্ষে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, জমির দলিল ও সমস্ত মালামাল পুড়ে গেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) আশুলিয়ার কলতাসূতি বাড়ল এলাকায় ওই কলোনীতে গিয়ে এ তথ্য জানা যায়। এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ল গ্রামের জয়নাল আবেদীনের মালিকানাধীন কলোনীতে আগুনের এ ঘটনা ঘটে।

এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কলোনী মালিকের। এ ঘটনায় ওই শ্রমিক কলোনীর ১৬টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। তবে মহাসড়কে অবরোধ থাকায় ফায়ারসার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি এ ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ শ্রমিক কলোনী ভাড়াটিয়া সুমন, আফজাল, পাপিয়া, আবু সুফিয়ানসহ অন্যরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই কলোনীর দক্ষিণ-পূর্ব কর্ণারের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যই আগুন সমস্ত কলোনীতে ছড়িয়ে পড়ে। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, টিভি, ফ্রিজ, জমির দলিলসহ ২২টি কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ারসার্ভিসে খবর দিলেও তারা আসতে পারেনি মহাসড়ক অবরোধের কারণে। পরে নিজস্ব ব্যবস্থাপনাতেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তাই এত বড় ক্ষতি হয়েছে। সরকার ও বিত্তবান্দের কাছে সহযোগীতা কামনা করেন তারা।

বাড়ির মালিক জয়নাল আবেদীন জানান, তার কক্ষে থাকা নগদ চার লাখ টাকা, দুই ভরি স্বর্ণ, জমির দলিল এবং ফার্নিচারসহ সব পুড়ে গেছে। এছাড়া তার মোট ২২টি কক্ষ এবং কক্ষে থাকা সমস্ত কিছু পুড়ে গেছে। সবগুলা কক্ষেই ভাড়াটিয়া ছিল। ভাড়াটিয়া কক্ষগুলোতেও অনেক মালামাল ছিল সেগুলা পুড়ে ছাই হয়ে গেছে। অনেকে কারখানায় থাকার কারণে আসতে পারেনি। অগ্নিকাণ্ডে তার এক কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনায় তিনিসহ ১৬ পরিবার নিঃস্ব হয়ে গেছে।

ডিইপিজেড ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, সেদিন মহাসড়কে অবরোধ থাকায় আমরা ঘটনাস্থলে যেতে পারিনি। তবে কাশিমপুরের সারাবো ফায়ারসার্ভিস সেখানে যেতে বের হয়েছিল।


আরো সংবাদ



premium cement
আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা ফের ইউরোপের মাঠে ফিরতে যাচ্ছে মেসি! জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার আওয়ামী লীগের সাথে আপসের কোনো সুযোগ নেই : প্রেস সচিব গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল আমদানি খরচ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা খসড়া তালিকায় আল আমিন-জীবনরা এনআইডি সেবা হাতে রাখতে প্রধান উপদেষ্টা ও তিন মন্ত্রণালয়কে ইসির চিঠি বিশ্বকাপ খো খো : কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নি-প্রতিরোধ মহড়া ১৯ জানুয়ারি পাটগ্রামে সীমান্তে কাঁটাতারের বেড়ায় মদের বোতল দিল বিএসএফ

সকল