১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

আড়াইহাজারে ৭ দিন পর অপহৃত মাদরাসাছাত্রী উদ্ধার, তরুণী গ্রেফতার

আড়াইহাজারে ৭ দিন পর অপহৃত মাদরাসাছাত্রী উদ্ধার, তরুণী গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপহরণের সাত দিন পর এক মাদরাসাছাত্রীকে (১২) কালাপাহাড়িয়া গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) এ সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে রুমা আক্তার (২২) নামে এক তরুণীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুমা উপজেলার হাজিরটেক এলাকার সেন্টু মিয়ার মেয়ে।

মাদরাসাছাত্রীর মা মামলায় উল্লেখ করেন, হাজিরটেক এলাকার সেন্টু মিয়ার ছেলে সৌদি প্রবাসী রুবেল মিয়া আগামী কয়েক মাসের মধ্যে দেশে ফিরে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এজন্য পরিবারকে পাত্রী পছন্দের জন্য ফোনে জানিয়েছেন। গত মাসে শুরুর দিকে রুবেলের পরিবার উলুকান্দি এলাকার তার মেয়ে মাদরাসার ছাত্রীকে পছন্দ করে তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান। সাদিয়া বাবা মেয়ে এখনো নাবালিকা ও পড়ালেখা শেষ হয়নি বলে তাদের প্রস্তাব ফিরিয়ে দেন। এ বিষয়টি রুবেলের পরিবার স্বাভাবিকভাবে মেনে নেয়নি। এতে ক্ষিপ্ত হয়ে গত ৩০ সেপ্টেম্বর সকালে ওই মাদরাসাছাত্রী জুতা কেনার জন্য রাধানাগর বাজারে গেলে সেখান থেকে সেন্টু মিয়া, তার মেয়ে রুমা এবং স্ত্রী মরিয়ম বেগম সাদিয়াকে রেজারপূর্বক স্পিডবোটে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই মাদরাসাছাত্রীর মা হাজিরটেক এলাকার সেন্টু মিয়া (৪৮), তার স্ত্রী মরিয়ম বেগম (৪৪) ও মেয়ে রুমা আক্তার (২২) এই তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুই থেকে তিনজনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন। এরপর থেকে পুলিশ অপহৃত মাদরাসাছাত্রীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযানে নামে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, এ মামলার আসামি রুমা আক্তার গ্রেফতারের পর তার স্বীকারোক্তী অনুযায়ী অভিযান চালানো হয়। পরে সোমবার বিকেলে ওই মাদরাসাছাত্রীকে কালাপাহাড়িয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়।


আরো সংবাদ



premium cement
গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা সেন্টমার্টিনে আগুনে রিসোর্টের ২৬ কক্ষ পুড়ে ছাই এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা : রংপুরে বিক্ষোভ রাজনৈতিক ঐকমত্যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আলোচনা শুরু ফেব্রুয়ারিতে এয়ারলাইন্সের খারাপ পলিসির শিকার ধর্মপ্রাণ মুসলমান শামীম ও নানক পরিবারের বিরুদ্ধে ৪০০ কোটি টাকা দুর্নীতির মামলা চার দিনব্যাপী আন্তর্জাতিক ফেব্রিক প্রদর্শনী শুরু পাকিস্তান ভারত থেকে আমদানি হচ্ছে ১ লাখ টন আতপ চাল তনির সব চেষ্টা ব্যর্থ করে স্বামীর বিদায় ছাগলকাণ্ডের মতিউর স্ত্রীসহ গ্রেফতার পদোন্নতি পদায়ন হলেও ফ্যাসিবাদী কাউকে ছাড়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল