১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা, সাবেক ইউপি মেম্বার গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও একাধিক হত্যা মামলার আসামি সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার ও আওয়ামী লীগ নেতা সাদেক ভুইয়াকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব-৪।

এর আগে, একইদিন সন্ধ্যায় আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাদেক ভুইয়া আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৪ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও একাধিক হত্যা মামলার আসামি সাদেক ভুইয়া আশুলিয়ার ভাদাইল এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। অভিযানে একাধিক হত্যা মামলার আসামি সাদেক ভুইয়াকে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরো জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালীন সময় গত ৫ আগস্ট ২০২৪ তারিখে সাদেক ভুইয়ার নেতৃত্বে নিরীহ ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। ওই ঘটনায় আশুলিয়া থানা এলাকায় বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়। পরবর্তীতে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যা মামলা দায়ের করার পর থেকে সাদেক ভুইয়া ঢাকাসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপন করে।

উল্লেখ্য, দলীয় প্রভাব বিস্তার করে সস্ত্রাসী, চাঁদাবাজী ও ভূমি দখলসহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিগত ১৫ বছর ধরে তিনি ধামসোনা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি মেম্বার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় প্রভাব বিস্তার করে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করে বলে স্বীকার করে।

র‍্যাব-৪ (সিপিসি-২)-এর অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement
আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা ফের ইউরোপের মাঠে ফিরতে যাচ্ছে মেসি! জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার আওয়ামী লীগের সাথে আপসের কোনো সুযোগ নেই : প্রেস সচিব গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল আমদানি খরচ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা খসড়া তালিকায় আল আমিন-জীবনরা এনআইডি সেবা হাতে রাখতে প্রধান উপদেষ্টা ও তিন মন্ত্রণালয়কে ইসির চিঠি বিশ্বকাপ খো খো : কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নি-প্রতিরোধ মহড়া ১৯ জানুয়ারি পাটগ্রামে সীমান্তে কাঁটাতারের বেড়ায় মদের বোতল দিল বিএসএফ

সকল