নারায়ণগঞ্জের বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র কালির বাজারে আগুন
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ০৭ অক্টোবর ২০২৪, ০০:৪৮
নারায়ণগঞ্জ শহরের বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র কালির বাজারের মশলাপট্টিতে অগ্নিকাণ্ড ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে রাত সাড়ে ১১টার দিকে কালির বাজার মসলাপট্টিতে আগুনের খবর পান তারা। আস্তে আস্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
শহরের উঁচু দালান থেকে আগুনের কুন্ডলী দেখতে পায় মানুষ। তবে কি কারণে আগুনের সূত্রপাত, তা তাৎক্ষণিক জানা যায়নি।
কালির বাজার নারায়ণগঞ্জ শহরের বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র। এর একদিকে ওষুধের দোকান, কাপড়ের দোকান, অন্যদিকে খাদ্যসামগ্রীর পাইকারি দোকান রয়েছে।
এদিকে, আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া অনেক স্বেচ্ছাসেবী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।
হাজিগঞ্জ ফায়ার স্টেশনের অফিসার গোলাম মোস্তফা জানান, রাত সাড়ে ১১টার দিকে কালির বাজারে মন্দিরের পিছনের এলাকা মশলা পট্টিতে আগুন লেগেছে। নারায়ণগঞ্জ ফায়ার স্টেশন ও হাজিগঞ্জ ফায়ার স্টেশন থেকে দুটি করে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।