বন্দরে গৃহবধূর লাশ উদ্ধার
- বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ০৬ অক্টোবর ২০২৪, ২৩:০৮
নারায়ণঞ্জ বন্দরে সেলিনা আক্তার (৫০) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেলে বন্দরের কুশিয়ারা এলাকার নিজ বাড়ির একটি তালাবদ্ধ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সেলিনা আক্তার নবীগঞ্জ রেললাইন এলাকার রবিউল মিয়ার স্ত্রী।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বন্দরের নবীগঞ্জ রেললাইনের পাশে কুশিয়ারা এলাকায় নতুন বাড়ি তৈরি করেন রবিউল দম্পতি। বৃহস্পতিবার ওই বাড়ি দেখতে যান স্ত্রী সেলিনা। আজ তালাবদ্ধ ঘর থেকে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।