তাঁত শিল্পের বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার : বস্ত্র ও পাট উপদেষ্টা
- নরসিংদী প্রতিনিধি
- ০৫ অক্টোবর ২০২৪, ১৫:৫৪
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনে বলেছেন, তাঁত শিল্পের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর মাধবদীতে তাঁত বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যাদের তাঁত মেশিন নেই, তাদেরকেও সহযোগিতা করা হবে। সরকারি প্রতিষ্ঠানগুলো চলতে থাকবে আর লোকসান দেবে, শত শত মানুষ চাকরি করবে, এটা তো হয় না।’
এ সময় আরো উপস্থিত ছিলেন বস্তু ও পাটমন্ত্রণালয় সচিব আব্দুর রউফ, বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহম্মেদ, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নান প্রমুখ।