০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১,
`

‘দেশ গঠনে দুর্নীতিমুক্ত নেতৃত্ব জরুরি’

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান বলেছেন, ‘বাংলাদেশ নতুন করে গঠনে দুর্নীতিমুক্ত নেতৃত্ব জরুরি। না হলে দেশের টেকসই উন্নয়ন কখনই সম্ভব নয়।’

তিনি বলেন, ‘বিগত ১৬ বছর পর যে পরিবেশ তৈরি হয়েছে সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়া হিসেবে ব্যাপক দাওয়াতি কাজ করা, সূধী সমাবেশ করা, ইসলামের লোকজনদেরকে সামনে নিয়ে আসা, এর মাধ্যমে ইসলামি নেতৃত্বের সরকার গঠন হবে, দেশ দুর্নীতিমুক্ত হবে, তাহলে মানবতার সেবা নিশ্চিত হবে। সেজন্য নিজেদের প্রস্তুত করা-এর অংশ হিসেবে নিজেকে জ্ঞানের দিক দিয়ে নিজেকে সমৃদ্ধ করা, জ্ঞানের উৎস কোরআন যেটা বেশি বেশি পড়া, মুখস্থ করা, ইসলামি সাহিত্যের মধ্যে রাসূলের চরিত্র জানার জন্য সকল সিরাত গ্রন্থ পড়া, সেখান থেকে দেশ পরিচালনার অনেক প্রশ্নের উত্তর জানা যাবে যার মাধ্যমে দেশ পরিচালনা করলে তা মানবতার কল্যাণে কাজে লাগবে।’

শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা ও ঢাকা জেলা (উত্তর) আমির মাওলানা আফজাল হোসাইনের সভাপতিত্বে সাভার পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে জেলা শূরা ও কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠানে তিনি এসব কথাগুলো বলেন।

জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান বলেন, ‘আমিরে জামায়াত থেকে শুরু করে একজন সহযোগী সদস্য পর্যন্ত সবার জন্য দোয়া করা সর্বপরি আগামীতে সুন্দর একটি ইসলামের অনুকূল সরকার গঠনের আহ্বান জানান।’

এ সময় জেলা শূরা ও কর্মপরিষদ বৈঠকে জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, জেলা সেক্রেটারি শাহাদাত হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, আইন ও মানবাধিকার সেক্রেটারি অ্যাডভোকেট শহীদুল ইসলাম ও প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামানসহ জেলার সকল শূরা ও কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement