০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে বাসচাপায় পথচারী নিহত, বিক্ষুব্ধ জনতার ৩ বাসে আগুন

বিক্ষুব্ধ জনতার ৩ বাসে আগুন - নয়া দিগন্ত

গাজীপুর মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা তিনটি বাসে আগুন দিয়েছে। বুধবার (০২ অক্টোবর) রাত সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর ভোগড়া এলাকায় (কলম্বিয়া পোশাককারখানার সামনে) এ দুর্ঘটনা ঘটে। নিহত পোশাকশ্রমিকের পরিচয় জানা যায়নি। তিনি কাজ শেষে বাসায় ফিরছিলেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়,ওই পোশাক শ্রমিক মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী দ্রুত গতির বলাকা পরিবহনের একটি বাস ওই শ্রমিককে ধাক্কা দেয়। তিনি সড়কে পড়ে গেলে কপালের সামনের অংশ ফেটে মগজ বেরিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাজীপুর মেটোপলিটন পুলিশ (জিএমপির) ট্রাফিক পুলিশের ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত সদস্য মনির হোসেন জানান, দুর্ঘটনার পর শতাধিক বিক্ষুব্ধ লোক উত্তেজিত হয়ে বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছে।

গাজীপুর মেটোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, শুনেছি কলম্বিয়া পোশাককারখানার সামনে বাসচাপায় এক পথচারী নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

ভোগড়া ফায়ার সার্ভিসের কর্তব্যরত দমকলকর্মী আরিফ হোসেন বলেন, দুটি বাসে আগুন দেয়ার খবর পেয়েছি। দুটি বাস পুড়ে গেছে। অপর আরেকটা বাস জ্বলছে। যানজটের কারণে আমাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে পারেনি।


আরো সংবাদ



premium cement