১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

সিদ্ধিরগঞ্জে আ.লীগ নেতাকে পুলিশে দিলো জনতা

সিদ্ধিরগঞ্জে আ.লীগ নেতাকে পুলিশে দিলো জনতা - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল লতিফকে (৬০) পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার পাইনাদী নতুন মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার অ্যাডভোকেট আব্দুল লতিফ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাইনাদী এলাকার বাসিন্দা।

জানা গেছে, আব্দুল লতিফ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। এছাড়া তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী ফোরামের সদস্য।

স্থানীয়রা জানায়, দুপুরে আব্দুল লতিফকে একটি দল জমি দখলের অপবাদ দিয়ে বেদম প্রহার করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি ছাত্র আন্দোলনে নিহত মনির হোসেন (৫৬) হত্যা মামলার আসামি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, স্থানীয় জনতা তাকে আটক করে আমাদের ফোন করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের একটি সূত্র জানায়, গ্রেফতার এ নেতা রাজনীতিতে অনেকটা নিষ্ক্রিয় ছিলেন। তিনি আইনজীবী ফোরামের সদস্য হওয়ার লক্ষ্যেই দলীয় পদ নিয়েছেন।


আরো সংবাদ



premium cement