কাশিমপুর মহিলা কারাগারে হাজতির মৃত্যু
- মোহাম্মদ আলী ঝিলন , গাজীপুর
- ০২ অক্টোবর ২০২৪, ১৯:০৯, আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ১৯:২০
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে অনিতা রাণী বর্মণ (৬০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ওই কারাগারের জেল সুপার মোসা. নাহিদা পারভীন।
জানা যায়, তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার বটতুলাহাটি এলাকার বীরেন্দ্র চন্দ্র বর্মণের স্ত্রী। তিনি ঢাকার দাক্ষিণখান থানার চালাবনের সিএনজি পাম্প এলাকায় বসবাস করতেন।
জেল সুপার মোসা. নাহিদা পারভীন জানান, ঢাকার দাক্ষিণখান থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গ্রেফতারকৃত অনিতা রাণী বর্মণকে গত ১৪ সেপ্টেম্বর এ কারাগারে হস্তান্তর করা হয়। হাজতি অনিতা রাণী বর্মণ ডায়াবেটিক, এনিমিয়া ও ডায়াকোলোজিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত রাত সাড়ে ১২টার দিকে কারাগারের ভেতর অসুস্থ্ হয়ে পন। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত সোয়া ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।