১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

আশুলিয়ায় শ্রমিকদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত ১

নিহত কাউসার হোসেন খান - ছবি - ইন্টারনেট

শিল্পাঞ্চল আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ চলাকালে শ্রমিকদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম কাউসার হোসেন খান (২৭)। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরো চার শ্রমিক।

সোমবার দুপুরে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কাউসারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং বাকি দু’জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত কাউসার টঙ্গাবাড়ি এলাকার ম্যাংগো টেক্স লিমিটেড কারখানার সুইং অপারেটর ছিলেন।

গুলিবিদ্ধ চারজন হলেন ন্যাচারাল ইন্ডিগো কারখানার শ্রমিক নাজমুল হাসান, ন্যাচারাল ডেনিমসের শ্রমিক হাবীব, নয়ন ও রাসেল। এদের মধ্যে দু’জনকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাকি দু’জনকে পিএমকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শ্রমিকরা জানায়, সকাল থেকে টঙ্গাবাড়ি এলাকায় ম্যাংগো টেক্স লিমিটেডসহ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে দুপুরে সেখানে ম্যাংগো টেক্স লিমিটেডের শ্রমিক কাউসার হোসেন খাঁন, হাবীব, নাজমুল, রাসেল মিয়া ও নয়ন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং পিএমকে হাসপাতালে পাঠানো হয়। এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে বক্তব্য নিতে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement
এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ নিশ্চিত, তবে... জাবিতে শিবিরের প্রকাশনা উৎসব : শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় সার্ভার সচল, সঞ্চয়পত্র বিক্রি শুরু প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা বিএনপির প্রধান উপদেষ্টার সংলাপে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন মির্জাপুরে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদত হোসেন আর নেই এক ম্যাচ পর মুদ্রার উল্টা পিঠ দেখল ঢাকা গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাচ্ছে হাবিপ্রবি শাহবাগ মেট্রো স্টেশনের নিচে পথশিশুকে ধর্ষণ : যুবক আটক

সকল