১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনাসহ ১৭ জনের নামে হত্যা মামলা

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনাসহ ১৭ জনের নামে হত্যা মামলা - ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় গুলিতে মোনায়েল আহমেদ ইমরান (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৫০ থেকে ১০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন।

আন্দোলনে নিহত মোনায়েল আহমেদ ইমরানের বাবা সোহাবউদ্দিন ওরফে ছোয়াব মিয়া সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিুবর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সাবেক কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সাবেক কাউন্সিলর আনোয়ার ইসলাম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম ও শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংঠনের নেতাকর্মীরা।

মামলার সূত্রে জানা যায়, ২১ জুলাই ১ নম্বর আসামির নির্দেশে নারায়ণগঞ্জের ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করার জন্য এজাহার নামীয় ও অজ্ঞাতনামা সকল আমামিরা বন্দুক, সর্টগান, পিস্তল, তলোয়ার রামদা, চাপাতি, ককটেল বোমাসহ ছাত্র-জনতাকে সাইনবোর্ড, সাহেবপাড়াসহ বিভিন্ন এলাকায় প্রতিহত করার চেষ্টা করে। বেলা সোয়া ৩টার সময় বাদীর ছেলে মোনায়েল আহমেদ ইমরান সিদ্ধিরঞ্জ থানার সাইনবোর্ড এলাকার পাসপোর্ট অফিসের পাশে সাহেবপাড়া গলির পাকা রাস্তায় উপর এলে ১ নম্বর আসামির নির্দেশে শামীম ওসমানের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে বাদীর ছেলেকে লক্ষ্য করে গুলি ছুড়লে বুকের মাঝখান বরাবর গুলিবিদ্ধ হয়ে মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ছাত্র-জনতা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement
টেকনাফে আইস, ইয়াবা বোঝাই নৌকা জব্দ : রোহিঙ্গাসহ আটক ৬ সাবেক এমপি জিল্লুল হাকিম-গোলন্দাজ পরিবারের নামে দুদকের মামলা ‘জালিমরা যেন আর দেশে ফিরে আসতে না পারে’ প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি সবাই ঐক্যবদ্ধ না থাকলে ৫ আগস্টের অবমাননা হবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট জুলাই অভ্যুত্থানের ৮৩৪ জন শহীদের গেজেট প্রকাশ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করল শহীদ মুগ্ধর পরিবার এবার ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারে ইসলামী দলগুলো : মামুনুল হক আশুলিয়ায় ছাত্র আন্দোলনে হত্যার মামলায় ৪ আ’লীগ নেতা গ্রেফতার বিজিবি বাধা দিলেও বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার সিদ্ধান্ত ভারতের

সকল