করিমগঞ্জে পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৯
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে আফরোজা সুলতানা রুপা (৩০) নামের এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রুপা কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি (বাগেরবাড়ি) গ্রামের চন্দন মিয়ার স্ত্রী।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আফরোজা সুলতানা রুপা শিমুলতলা এলাকায় সড়ক পার হওয়ার সময় কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জগামী দ্রুতগতির একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে পড়ে গেলে পিকআপভ্যানটি তার ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এলাকাবাসীর খবরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ওসি আরো বলেন, পিকআপটি জব্দ করা হয়েছে, তবে এর চালক পলাতক রয়েছে। আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা