এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় কিশোর নিহত
- শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৩
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের চালক এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর ঢাকার লক্ষ্মীবাজারের আলমগীরের ছেলে রাফি (১৯) এবং আহত বাংলাবাজারে কামরুল শিকদার ছেলে হাসনাত শিকদার।
স্থানীয়রা জানায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের সমষপুর এলাকায় একটি প্রাইভেটকার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক রাফি নিহত হন ও আরোহী হাসনাত আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার সিংহ বলেন, ‘ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং একজন আহত হয়। আমরা এখনো প্রাইভেটকারটি আটক করতে পারিনি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা