বেলাবতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
- বেলাব (নরসিংদী) প্রতিনিধি
- ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৪
নরসিংদী বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোঃ মিঠুন মিয়া নামে (২২) এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের খামারের চর ব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠুন মিয়া উপজেলা নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর গ্রামের মিজান মিয়ার ছেলে।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টায় বাড়ি থেকে বারৈচা মামাবাড়ি যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের খামারের চর ব্রিজ-সংলগ্ন এলাকায় বাসের সাথে চাপা পড়ে তিনি মারা যান। পরে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়ার সাথে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা