গলা থেকে বিচ্ছিন্ন লাশের মাথা লেপ্টে ছিল সড়কে
- ফরিদপুর প্রতিনিধি
- ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাশামদিয়ায় ধান গবেষণা ইন্সটিটিউটের সামনে এশিয়ান এক্সপ্রেসওয়েতে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির দেহের সাথে মাথার অংশ বিচ্ছিন্ন হয়ে সড়কে লেপ্টে ছিল। বৃষ্টিতে সেই চিহ্নও ছড়িয়ে পড়ে।
বুধবার রাত ১১টার দিকে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ বাকি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। আনুমানিক ১৮ থেকে ২০ বছর বয়স হবে তার। তার পরনে নীল রঙের একটি প্যান্ট ও নীল একটি গেঞ্জি রয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগামী পরিবহনের চাপায় এ ঘটনা ঘটে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা