সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
- সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
- ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান শিপন (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কাহারতা গ্রামে এ ঘটনা ঘটে।
রায়হান উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকার মোহাম্মদ নূরু মিয়ার ছেলে এবং এবি ব্যাংকের সখীপুর উপ-শাখার সহকারী ম্যানেজার।
জানা গেছে, রায়হান গতকাল তার বোনের বাড়ি উপজেলার কাহারতা গ্রামে বেড়াতে যান। আজ বৃহস্পতিবার সকালে পানির মোটর চালু করার সময় মোটরের সুইচ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হন। এ সময় বাড়ির লোকজন তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার এসআই (সাব ইন্সপেক্টর) সাঈদুল নয়া দিগন্তকে জানান, ‘আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি রায়হান বৃহস্পতিবার সকালে গোসল করার জন্য মোটরের সুইচ চাপ দিয়েছিলেন। কিন্তু মোটরের তার কোনোভাবে লিক থাকার কারণে পুরো মোটরটাই বিদ্যুতায়িত হয়ে যায়। পরে তিনি মোটরে স্পর্শ করলে তিনি গুরুতর আহত হন। আত্মীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা