১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

সিংগাইরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

সিংগাইরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত - ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জের সিংগাইরে হায়াতুন নেছা (৫০) নামের এক নারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের হাতনী গ্রামের শাকিব পিন্টুর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হায়াতুন নেছা উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামের আলী হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, হায়াতুন নেছা ছেলের সাথে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে চান্দহর এলাকায় মায়ের সাথে দেখা করার জন্য বিকেল ৫টার দিকে রওনা হন। পথিমধ্যে হাতনী এলাকার শাকিব পিন্টুর বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে পাশাপাশি দুটি ট্রাক আসছিল। হঠাৎ তাদের সাইট দিতে গেলে মোটরসাইকেলের পেছনে থাকা হায়াতুন নেছা সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছনের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি নিহত হন।

এদিকে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগতভাবে বিষয়টি প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement

সকল