সিরাজদিখানে ভুয়া এনএসআই সদস্য আটক
- সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৬
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মো: নাসির সর্দার (৩২) নামের এক ভুয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের সুখের ঠিকানা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে এনএসআইয়ের একটি ভুয়া পরিচয়পত্রও উদ্ধার করা হয়। ওই পরিচয়পত্রে তার নাম লেখা মো: মাহমুদুল হাসান, পদবি এনএসআই-এর সহকারী পরিচালক।
আটক ব্যক্তির আসল নাম মো: নাসির সর্দার। তিন খুলনা জেলার ফুলতলা থানার উত্তর ডিহি গ্রামের মো: মমিন সর্দারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপরে একটি প্রাইভেটকারের ভাড়া নিয়ে মো: নাসির সর্দারের সাথে স্থানীয়দের বাকবিতণ্ডা হলে তিনি এনএসআই-এর সদস্য দাবি করেন। তার কথায় সন্দেহ হলে স্থানীয়রা সিরাজদিখানের এনএসআই-এর প্রতিনিধি ও সিরাজদিখান থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, আটক নাসির এনএসআই-এর পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে অর্থ আদায় করতেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা