কোটালীপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুতের মৃত্যু
- কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
- ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৭
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিজ হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মাহুত নজরুল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইর এলাকায় এ ঘটনা ঘটে।
নজরুল ইসলামের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা গ্রামে।
জানা গেছে, নজরুলের কোনো ভুল সংকেত পেয়ে হাতিটি তাকে পিঠ থেকে ফেলে দিয়ে পায়ের নিচে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ জেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেন, পশু ডাক্তারসহ একটি প্রশিক্ষিত টিম হাতিটিকে নিয়ন্ত্রণে নেয়ার জন্য ইতোমধ্যে গাজিপুর থেকে রওনা হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা