১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

গাজীপুরে নারী নিহতের জেরে বাসে আগুন

গাজীপুরে নারী নিহতের জেরে বাসে আগুন - ফাইল ছবি

গাজীপুরে সোমবার রাতে বাসচাপায় এক বৃদ্ধা (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত লোকজন উজান-ভাটি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উজানভাটি পরিবহনের একটি বাস গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বোর্ডবাজারের লবঙ্গ রেস্টুরেন্টের সামনে বাসটি এক নারীকে ধাক্কা দেয়। এসময় বাসের সঙ্গে আটকে গেলে তাকে হিঁচড়ে কিছুদুর নিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা বাসটিকে থামিয়ে ওই নারীকে উদ্ধার করে। এঘটনা উত্তেজিত লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং বাসটির চালক ও হেলপারকে গণধোলাই দেয়।

পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহীম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও বাসটি আটক করে। উত্তেজিত লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং বাসটির চালক ও হেলপারকে গণধোলাই দিয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরো সংবাদ



premium cement

সকল