১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

মির্জাপুরে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে গোছল করতে নেমে ফাহাদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার সময় বন্ধুদের সাথে মির্জাপুর উপজেলার উয়ার্শী নদীতে নাগরপাড়া ঘাটে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়।

ফাহাদ উপজেলার উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম গ্রামের মামুন শিকদারের ছেলে। সে মৈশামুড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, ফাহাদ সোমবার নাগরপাড়া ঘাটে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর গহীন পানিতে গেলে স্রোতের কারণে আর তীরে ফিরতে পারেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরী বিকেল ৪টায় নিহত ফাহাদের লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস ডুবুরী দলের টিম লিডার বেলাল জানান, আড়াইটার সময় ফায়ার সার্ভিস ফাহাদের নিখোঁজ সংবাদ জানতে পারে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিকেল ৪টায় আমরা তার উদ্ধার করি।


আরো সংবাদ



premium cement

সকল