২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সিদ্ধিরগঞ্জ হাসিনা-কাদেরসহ ১৫৮ আসামির বিরুদ্ধে হত্যা মামলা

সিদ্ধিরগঞ্জ হাসিনা-কাদেরসহ ১৫৮ আসামির বিরুদ্ধে হত্যা মামলা - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে কিশোর মো: আরাফাত হোসেন আকাশ (১৬) মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত হিসেবে আরো ১০০-১৫০ জনকে রাখা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) রাতে নিহতের বাবা মো: আকরাম (৪৫) সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (৭৩), সাবেক সংসদ সদস্য এ কে এম শামিম ওসমান (৬৪), নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ইফতেখার হোসেন খোকন (৪৮), ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম।

মামলার এজাহারে তুলে ধরা হয়েছে, গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়স্থ খানকা মসজিদ অংশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে ওই মামলার ১ ও ৩ নম্বর আসামির নির্দেশে ৪ এবং ৮ নম্বর আসামিসহ অজ্ঞাতরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে সেদিন বেলা ১১টা সময়ে নিহত আকাশ গুলিবিদ্ধ হয়। এরপর তার বাবা ও স্থানীয় জনতার সহায়তায় গুলিবিদ্ধ হয়ে রক্তাত্ত অবস্থায় তাৎক্ষণিক সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিলে এই কিশোরের মৃত্যু হয়। মৃত্যুবরণ করা এই কিশোর খানকা মসজিদ-সংলগ্নের তার বাবার ফল দোকানের বেচাবিক্রিতে সহায়তা করতেন।


আরো সংবাদ



premium cement
ব্রাহ্মণবাড়িয়ার ভারত সীমান্তে ১ হাজার কেজি ইলিশসহ পাচারকারী আটক ববির ভিসি হলেন অধ্যাপক ড. শুচিতা শরমিন শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিদের বিচার করতে হবে : ফয়জুল করীম ভারতের কাছে বন্যা ও বৃষ্টিপাতের তথ্য চাওয়া হবে : পানিসম্পদ উপদেষ্টা ছেলের ফল জালিয়াতি, বাবা ওএসডি কুলাউড়ায় সীমান্তে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে এক যুবক আটক আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন হতে পারে : তথ্য উপদেষ্টা কক্সবাজারে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, আটক ২ আনোয়ারায় সাগর থেকে একজনের লাশ উদ্ধার ‘কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার প্রতিশ্রুতি দিতে হবে’ ঋণ চেয়ে ৪ উপদেষ্টা ও গভর্নরকে বেক্সিমকোর চিঠি

সকল