গোয়ালন্দে চরমপন্থী দলের সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- মেহেদুল হাসান আক্কাছ, গোয়ালন্দ (রাজবাড়ী)
- ২২ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪০
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সুশীল (৫৮) নামে চরমপন্থী দলের সদস্যকে একই দলের প্রতিপক্ষ সদস্যরা গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী বাজারে এ ঘটনা ঘটে।
সুশীল ওই এলাকার ৫ নম্বর ওয়ার্ড কেউটিল গ্রামের পরলোকগত মনিন্দ্রনাথ সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যা হওয়ার আগে সুশীল কাটাখালী বাজারে ইমদাদের চায়ের দোকানে চা পান করছিল। এমন সময় সাত থেকে আটজনের একটি দল অতর্কিত হামলার পর তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
সুশীলের ভাই সুনীল জানান, ‘তার ভাই অনেক আগে থেকেই পূর্ববাংলা (লাল পতাকা) বাহিনীর সাথে জড়িত ছিল। তবে বর্তমান তার ওই দলের সাথে কোনো সম্পর্ক ছিল না। সে বিবাহ না করায় তার কোনো সাংসারিক দায়িত্ববোধও ছিলো না।’
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হোসেন বলেন, সুশীল নামে ওই ব্যক্তির লাশ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা