১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

ফরিদপুরে জেলা যুবলীগের আহ্বায়ক মিঠুসহ ২৯ জনের নামে মামলা

ফরিদপুরে জেলা যুবলীগের আহ্বায়ক মিঠুসহ ২৯ জনের নামে মামলা - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুসহ ২৯ জনের নামে মামলা করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আদালতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মোজাম্মেল হোসেন মিঠু এ মামলা করেন।

আদালতের বিচারক মো: শাওন হোসেন মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সরাসরি এফআইআর হিসেবে নেয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলা স্বেচ্ছাসেবক দলের এক কর্মী সভা ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। ওই সভা চলাকালে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর নেতৃত্বে হামলা চালানো হয়।

মামলায় অন্য আসামিরা হলেন সুপ্ত খান, মুস্তাফিজুর রহমান শুভ, অসীম কুমার মালো, সাদমান সৌমিক, তানজির হাসান, নাহিয়ান চৌধুরী, মাসুম মিয়া, রাশেদ শেখ, সুব্রত দাস গুপ্তা, সাইফুল ইসলাম জীবন, শান্ত মিয়া, মজিদ ফকির, লালন ফকির, বিল্লাল ফকির, রাজিব হোসেন, সুমন বিশ্বাস, মাহফুজ আহমেদ হিমেল, আখতারুজ্জামান কুদ্দুস মোল্লা, ফারুক মাতুব্বর, আজাদ হোসেন, আরিফ হোসেন মিয়া, বাবুল কাজী, আব্দুল্লাহ, কবির মোল্লা, মো: এনামুল হক, মাহমুদুল হাসান বিটু, হাবিবুর রহমান ও ইব্রাহিম শেখসহ অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মোজাম্মেল হোসেন মিঠু জানান, ‘ওই দিন বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালানো হয়। ওই দিন কোনো মতে আমরা প্রাণে বেঁচে যাই। সে সময় আইনের শাসন ছিল না বলে আমি মামলা করতে পারিনি। আজ দেশে আইনের শাসন ফিরে এসেছে তাই মামলা করেছি। আমি আদালতের কাছে এর উপযুক্ত বিচার দাবি করছি।’


আরো সংবাদ



premium cement