১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে ধ্বংস করা যাবে না : মাওলানা আবু তাহের

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম বলেছেন, ‘ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তি আনবিক বোমা মেরেও আমাদের ধ্বংস করতে পারবে না।’

তিনি বলেন, ‘এখতেলাফ থাকলেও ইসলামের বৃহত্তর স্বার্থে আমাদের ঐক্য অটুট রাখতে হবে। শুধু বাহ্যিকভাবে ঐক্য হলেই চলবে না, মনের দিক থেকে ঐক্য হতে হবে। এই ঐক্য এখন সময়ের দাবি। কারণ, আওয়ামী ফ্যাসিবাদের দ্বারা এদেশে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, আলেম-ওলামা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছেন। আলেমদের প্রতি এমন আচরণ করা হয়েছে যা পশুর সাথেও হয়নি। আল্লাহ তায়ালা মজলুমের চোখের পানি কবুল করেছেন বলেই ফ্যাসিবাদের পতন হয়েছে।’

শনিবার সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু তাহের বিগত ১৮ বছরের অন্ধকার থেকে মুক্তি দেয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, ‘ফখরুদ্দিন-মাইনুদ্দিনের দুই বছরসহ গত ১৮ বছর পুরো দেশ একটি কারাগারে পরিণত হয়েছিল। অন্যদিকে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দুর্নীতি-লুটপাটের মহোৎসবের মাধ্যমে বিদেশে বেগম পাড়া গড়েছে আওয়ামী লীগ। ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে কোটা পদ্ধতি ও প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে প্রশাসনের সর্বত্র অথর্ব ও দলবাজ লোক নিয়োগ দিয়ে দেশের মানুষকে জিম্মি করে নিজেদের মতো করে দেশ পরিচালনা করেছে। ছাত্র-জনতার ত্যাগের মাধ্যমে বাংলাদেশ আজ ওই জিম্মি-দশা থেকে মুক্তি পেয়েছে, নতুন করে দেশ স্বাধীন হয়েছে।’

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর রহিম আল মাদানী বলেন, ‘ওলামায়ে কেরাম এক হলে এদেশে আর কোনো অপশক্তি সামনে দাঁড়াতে পারবে না। আর আলেমগণ ঐক্যবদ্ধ হতে না পারলে ইসলাম বিদ্বেষীরা কে আলিয়া, কে কওমী, কে ওহাবী, কে সুন্নী তা দেখবে না। সবাইকে ধরে জবাই করবে। কাজেই সব ইসলামী দল এক না হলে দিবাস্বপ্ন দেখে লাভ নাই।’

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমির আবুল হাসেম খান, মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসেন, গাজীপুর কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব ও নয়াটোলা কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আল্লামা মুনির আহমদ খান, গাজীপুর মহানগর হেফাজত ইসলামের সহ-সভাপতি মুফতি লেহাজ উদ্দিন, গাজীপুর মহানগর বেফাক সেক্রেটারি মাওলানা ফজলুর রহমান মুন্সী, বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব ও বর্তমান আম্বরশাহ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহিম আল মাদানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হোসেন আলী, আফজাল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য সালাহউদ্দিন আইউবী, গাজীপুর মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও থানা আমিররা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
জামায়াত দেশ ও জাতির কল্যাণে কাজ করছে : বুলবুল শনিবারে লালমনিরহাটে ড. আজহারীর মাহফিল, একদিন আগেই মাঠ পরিপূর্ণ ইলন মাস্কের ইউরোপীয় ফার-রাইটদের প্রতি সমর্থন ‘গণতন্ত্রের জন্য হুমকি’ : শোলৎজ কাল সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ভবিষ্যতে যারা আসবেন, অতীত থেকে শিক্ষা নেবেন : উপদেষ্টা সাখাওয়াত ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন চীনের প্রেসিডেন্ট, পাননি মোদি ভ্যাট ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র : রাষ্ট্র সংস্কার আন্দোলন ৫ অধিদফতরের স্বতন্ত্র অভ্যন্তরীণ অডিট বিভাগ স্থাপন কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা : ড. মঈন খান সিলেট জেলা বার সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়

সকল