২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়ায়, এখনো বন্ধ ১৬ কারখানা

- ছবি : নয়া দিগন্ত

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে পোশাক শিল্প কারখানাগুলোতে। ১৬টি কারখানা ছাড়া সবগুলোতেই শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করে উৎপাদন স্বাভাবিক রেখেছে।

তবে আজ ১৩(১) ধারায় ১৩টি পোশাককারখানা বন্ধ রয়েছে এবং সাধারণ ছুটি রয়েছে তিনটি কারখানায়। এখন পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

এছাড়া, জিরাবো পুকুরপাড় এলাকার ম্যাসকট গার্মেন্টসের এক নারী শ্রমিক নিহতের পর আজ থেকে ওই কারখানা খুলে দেয়া হয়েছে। কারখানাটিতেও উৎপাদন স্বাভাবিক রয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, শিল্প পুলিশ-১-এর আওতাধীন এলাকায় ১ হাজার ৮৬৩টি পোশাক শিল্প কারখানা রয়েছে। যার মধ্যে আজ ১৬টি কারখানা ছাড়া বাকিগুলোতে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই শ্রমিকরা স্বাভাবিক দিনের মতো কাজে যোগ দিয়েছে। তবে শিল্পাঞ্চলে আজও ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১৩টি পোশাক কারখানা এবং সাধারণ ছুটি রয়েছে তিনটি কারখানায়।

সারোয়ার আলম জানান, শিল্পাঞ্চল আশুলিয়ায় আজ ১৬টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১৩টি এবং বাকি তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ কারখানাগুলোর মালিক পক্ষের সাথে কথা হচ্ছে, শিগগিরই কারখানাগুলো খুলে দেয়া হবে।

তিনি জানান, আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement
পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়ে থামলো ভারত হাজীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক দুর্গাপূজায় ৩ হাজার টন ইলিশ যাচ্ছে ভারতে মিরসরাইয়ে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মোদি-ইউনূস বৈঠক সম্পর্কে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা ইউক্রেনে নিহত ৭০ হাজার রুশ সেনাসদস্য আলোচিত হত্যাকাণ্ডে ঢাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার স্বৈরাচারের দোসররা অন্তর্বতী সরকারকে বিপাকে ফেলতে চাইছে : মির্জা ফখরুল জেল থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশুলিয়ায় গ্রেফতার আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে পরাধীন রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল : ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ‘পৃথক সচিবালয় ছাড়া আইনের শাসন অসম্ভব’

সকল