২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সবচেয়ে বড় হুটিয়া

সবচেয়ে বড় হুটিয়া -

বলছি কিউবান হুটিয়ার কথা। এটি একটি তীক্ষè দন্তঅলা স্তন্যপায়ী প্রাণী। এ প্রাণী পাওয়া যায় শুধু কিউবায় । এর অপর নাম ডেসমারেস্ট হুটিয়া ।
বর্তমানে হুটিয়াদের মধ্যে কিউবান হুটিয়াই সবচেয়ে বড়। এর দেহের দৈর্ঘ্য ২০ থেকে ৬০ সেন্টিমিটার। ওজন এক থেকে নয় কেজি। দেহ পুরু লোম দ্বারা আবৃত। দেহের লোমের রঙ কালো, বাদামি ও হলুদাভ লাল হয়। মাঝে মাঝে লালও দেখা যায়। দেহের গড়ন বেশ মোটাসোটা। পাগুলো খাটো। দেহের এ নাদুসনুদুস গড়নের কারণেই এ প্রাণী হাঁসের মতো হেলেদুলে চলাফেরা করে। তবে শিকারের পেছনে ছোটার সময় লাফিয়ে লাফিয়ে বেশ দ্রুতই চলতে পারে। প্রতি পায়ে পাঁচটি করে বড় নখরযুক্ত আঙুল রয়েছে। আঙুলগুলোর সাহায্যে এটি গাছের ডালে ঝুলে থাকতে পারে। যেখানেই ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে সেখানেই কিউবান হুটিয়ার আনাগোনা দেখা যায়, ঘন ম্যানগ্রোভ জঙ্গলে এটি আশ্রয় নেয়।
কিউবান হুটিয়া কিভাবে বাস করে? সাধারণত জোড়ায় জোড়ায় বাস করে। তবে মাঝে মধ্যে একা অথবা ছোট দলেও বাস করতে দেখা যায়। এরা দিবাচর প্রাণী। রাতে এরা গাছের গর্তে বিশ্রাম নেয়। কিউবান হুটিয়া সর্বভুক প্রাণী। কিন্তু বেশিরভাগ সময়ই গাছের বাকল, পাতা ও ফল খেয়ে থাকে। মাঝে মধ্যে ছোট মেরুদণ্ডী প্রাণীও খায়। স্ত্রী হুটিয়া প্রায় ২৩০ গ্রাম ওজনের এক থেকে তিনটি বাচ্চা প্রসব করে। পাঁচ মাস বয়সে বাচ্চারা মায়ের দুধ ছাড়ে। কিউবায় মাংসের জন্য এ প্রাণী অবাধে শিকার করা হয়; কিন্তু বন্য প্রাণী সংরক্ষণ আইন-১৯৬৮ অনুযায়ী কৃষি ও মৎস্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কিউবান হুটিয়া শিকার করা অবৈধ।


আরো সংবাদ



premium cement