যাদুর টুপি
- রূপান্তর : সোনিয়া হুসাইন
- ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পনেরো.
এই ম্যাজিক হ্যাট হাতে পাওয়ার পর, তুমি তো জানতে, তোমার এ কাজের পরিণতি কী হবে। তবুও লোভ সামলাতে পারোনি। লোভ তোমার বুদ্ধিটাকে লোপ পাইয়ে দিয়েছিল। তুমি তো তোমার পরিণতি নিজেই ডেকে এনেছ, কোকো। এখন আমি আর কী করতে পারি?
: আমার ভুল হয়েছে পরী। আমাকে ক্ষমা করো। এবার বুঝতে পেরেছি আমার ভুল। এবারের মতো ক্ষমা করে দাও আমায়। তা না হলে সারাজীবন এই বামন অবস্থায় থাকতে হবে আমায়। আমি বাড়ি থেকে বের হতে পারব না। তুমি নিয়ে যাও তোমার ম্যাজিক হ্যাট, নিয়ে যাও সব গোল্ড কয়েন। আমি চাই না এসব। আমি নিজের চেষ্টায় বড় হতে চাই। নিজে পরিশ্রম করে ধনী হবো আমি। আমার ভুল এবার ক্ষমা করে দাও পরী। নিজেকে সুধরানোর আরেকবার সুযোগ দাও।
পরী বলে, হু, এবার তুমি বুদ্ধিমানের মতো কথা বলছ। বড় হবে তুমি নিজের চেষ্টায়। ঠিক আছে, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছ। এবার সব কিছু ঠিক হয়ে যাবে। তবে আশা, করি এখন থেকে কাউকে ঠকিয়ে নয়, পরিশ্রম ও সততা দিয়ে ব্যবসা করবে তুমি।
কোকোর যখন ঘুম ভাঙে, সে নিজেকে দেখতে পায় মেঝের ওপর শুয়ে আছে। স্বপ্নের কথা মনে পড়ে যায় আবার। সেই সাথে মনে পড়ে যায় তার বামন হয়ে যাওয়ার কথা।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা