যাদুর টুপি
- রূপান্তর : সোনিয়া হুসাইন
- ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চৌদ্দ.
এ কী করছ তুমি? মেঝেতে যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু স্বর্ণমুদ্রা! এ কী করেছ তুমি?
কোকো বলে, আমি শুধু স্বর্ণমুদ্রা চেয়েছিলাম। আরো আরো গোল্ড কয়েন। আমি রাতারাতি ধনী হয়ে যেতে চেয়েছি। লোভ সামলাতে পারিনি। ভাবতেও পারিনি, আমি এত্ত খাটো হয়ে যাবো। আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও পরী। আমি চাই না এসব গোল্ড কয়েন। আমি নিজেকে আগের মতো ফিরে পেতে চাই। স্কুলের বন্ধুদের সামনে আমাকে লজ্জায় ফেল না পরী। আমি আগের উচ্চতা ফিরে পেতে চাই। এসব স্টুপিড গোল্ড কয়েন আমার চাই না। এসব বলে কাঁদতে লাগল কোকো।
পরী বলে, সহজ পথে কখনো ধনী হওয়া যায় না কোকো। সহজ পথ হলো আলস্যের পথ। যারা অলস ও মিথ্যুক তারা কখনো বড় হতে পারে না। শুধু লাভ দেখলেই ব্যবসা হয় না। ব্যবসায় ধৈর্য লাগে। সততা লাগে। এই দু’টি গুণ আগে অর্জন করো, দেখবে তুমিও এই শহরের একজন বড় মার্চেন্ট হয়ে উঠেছ। তোমাকে অন্যদের কথাও ভাবতে হবে। আরো মানবিক হতে হবে তোমায়। ব্যবসা করতে গিয়ে পরিণতির কথা ভাবতে হবে। তুমি যেটা করছো সেটি সবার জন্য কি মঙ্গলকর, নাকি ক্ষতির? ব্যবসা করেতে হয় ভবিষ্যতের কথা চিন্তা করে। কথায় আছে না ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।’
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা