১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
ডিমনা হ্রদ

সেলিম বুলবুল চৌধুরী

-

জানো, উপরে নীলাকাশ, নিচে স্বচ্ছ নীল জলরাশি- পাহাড়ের পটভূমিকায় হ্রদটি যেন এক স্বপ্নজগৎ। হ্রদের নাম ডিমনা। সুন্দর এ হ্রদের অবস্থান ভারতের ঝাড়খ- রাজ্যের ডালমা পাহাড়ের পাদদেশে । হ্রদ হিসেবে পরিচিতি পেলে কী হবে, ডিমনা আসলে একটি বিশাল কৃত্রিম জলাধার। এটি নির্মাণ করেছে টাটা স্টিল। এ প্রতিষ্ঠানের প্ল্যান্ট (শিল্পোৎপাদন পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রপাতি, কলকবজা, স্থাবর দ্রব্যসামগ্রী ইত্যাদি) এবং জামশেদপুরে পানি সরবরাহের জন্য জলাধারটি তৈরি করা হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিনে জামশেদপুর থেকে ডিমনা হ্রদে প্রমোদসফর খুবই জনপ্রিয়। স্থানীয় ও বিদেশী সব শ্রেণীর পর্যটক এ সফর উপভোগ করে। ইস্পাত নগরী জামশেদপুর (টাটানগর) থেকে ১৩ কিলোমিটার দূরের হ্রদের ধারে যেতে বাস কিংবা ব্যক্তিগত গাড়িতে সময় লাগে প্রায় ৩০ মিনিট। এ হ্রদের কারণে পাটামদা ব্লকের মিরজাহিদ পঞ্চায়েতের গুরুত্ব অনেক বেড়ে গেছে। এ পঞ্চায়েতেই হ্রদটির অবস্থান।
ডিমনা হ্রদ এলাকায় সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। তবে শীতকালে এ ভিড় আরো বাড়ে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সবচেয়ে বেশি পর্যটক আসে। হ্রদের নীল পানিতে পারিপার্শ্বিক প্রকৃতির প্রতিফলিত রূপ মনকাড়ানিয়া। এ দৃশ্য পর্যটকরা খুবই উপভোগ করে।
বিশাল ডালমা পাহাড়ের মোহিনী রূপের ছটা ডিমনা হ্রদে মিশে যেন একাকার। স্বপ্নিল পরিবেশে এখানে পর্যটকরা নৌকা ভ্রমণের সুযোগ পায়। যন্ত্রের সাহায্যে পানির উপর উড়াল দেয়ার ব্যবস্থা আছে এখানে। এটি একটি জলক্রীড়া; জেট স্কিইং এর নাম।

 

 


আরো সংবাদ



premium cement