২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইতিহাসে আজ

-

সেপ্টেম্বর-১১
১৮৬৯ : স্কট রসায়নবিদ টমাস গ্রাহামের মৃত্যু।
১৮৭৭ : বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ও তত্ত্বীয় পদার্থ বিজ্ঞানী জেমস হপউড জিনসের জন্ম।
১৮৮৫ : খ্যাতনামা ইংরেজ সাহিত্যিক ডি এইচ লরেন্সের জন্ম।
১৮৯১ : পর্তুগিজ কবি আঁতেরু দি কেঁতালের মৃত্যু।
১৮৯৫ : বিশিষ্ট সমাজসেবী আচার্য বিনোবা ভাবের জন্ম।
১৯০৩ : জার্মান দার্শনিক ও সমাজতাত্ত্বিক থিওডর অ্যার্ডার্নোর জন্ম।
১৯০৭ : কবি সুফি মোতাহার হোসেনের জন্ম।
১৯২২ : ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেট ঘোষিত হয়।
১৯২৬ : কলকাতায় নাখোদা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৯৪৮ : পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যু।
১৯৪৮ : নিজামের হায়দারাবাদ রাজ্যের দখল নেয় ভারত সরকার।
১৯৭০ : ইসলামি সম্মেলন সংস্থা ওআইসি প্রতিষ্ঠিত হয়।
১৯৭১ : সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভের মৃত্যু।
১৯৭৩ : চিলির নির্বাচিত সরকারের প্রধান ও প্রগতিশীল দেশনায়ক সালভেদার আলেন্দেকে হত্যা করে প্রতিবিপ্লবীরা ক্ষমতা দখল করে।
১৯৮৭ : প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মনিকুন্তলা সেনের মৃত্যু।
১৯৯১ : সাবেক সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে সোভিয়েত ফৌজ প্রত্যাহারের কথা ঘোষণা করে।


আরো সংবাদ



premium cement