২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
গল্পকথা

যাদুর টুপি

-

বারো.
অন্যদিকে কোকোও খাটো হতে হতে একসময় ছোট্ট চুল-দাড়িওয়ালা বামন হয়ে গেল। এতটাই খাটো হলো যে, এখন টেবিলের উপরের পিঠে রাখা স্বর্ণমুদ্রাগুলোও তার নজরে পড়ছে না। ছোট্ট একটি কোলের শিশুর মতো হয়ে গেছে তার উচ্চতা।
এ অবস্থায় কোকোর হুঁশ ফিরে আসে। সে অবাক বিস্ময়ে দেখে, টেবিলের নিচে দাঁড়িয়ে আছে সে। এতটাই খাটো হয়েছে যে, টেবিলের উপরের পিঠ আর চোখে পড়ছে না তার।

এবার সে চিৎকার দিয়ে ওঠে। এ কি! আমি এত্তোটা খাটো হয়ে গেছি? এখন কী হবে? আমি কীভাবে বাইরে বের হবো? কিভাবে বাজারে যাবো? কিভাবে দোকানে যাবো? আমি কিভাবে স্কুলে যাবো? আমার বন্ধুরা আমায় দেখে তো হাসবে। এখন কী করি আমি। বজ্জাত পরীটাকে আমি কোথায় পাবো? ওই পরীটার কারণেই আমার এমন অবস্থা হলো। এখন কী করি?
এসব ভেবে ভেবে কোকোর কান্না চলে আসে। কী করবে সে এখন? তার বাবা-মা ফিরে এসে যদি তাকে এমন বামন আকৃতির দেখে, কী বলবেন তারা? কোকো তার হাতে ধরা টুপিটি এবার জোরে ঝাঁকাতে লাগল। তার নিজের এমন বামন চেহারা দেখে সে নিজেই ভয় পাচ্ছে। প্রচণ্ড রকমের অস্থির হয়ে উঠছে সে। টেবিলের পাশে রাখা চেয়ারের ওপর দাঁড়িয়ে কোকো এবার টেবিলে রাখা সব গোল্ড কয়েন মেঝেতে ফেলে দেয়। ঝন্ঝন্ শব্দে কয়েনগুলো মেঝেতে পড়ে ছড়িয়ে ছিটিয়ে যায়।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement