২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)
সারা পাহাড়ময় লতাগুল্ম ও বৃক্ষরাজি।
সবুজের সমারোহ। কিন্তু উপরে ওঠার উপায় নেই। এমন একটা স্থানও দেখতে পেলাম না যেখানে পা রেখে কিছু একটা আঁকড়ে ধরে উপরে ওঠা যায়। এদিক ওদিক দেখছি। কিন্তু কোনো কায়দা করতে পারছি না। হঠাৎ নজরে পড়ল, উপর থেকে নিচে নেমে এসেছে একটি পাহাড়ি বটের ডাল। সেই ডাল থেকে ঝুরি ঝুলে পড়েছে সমুদ্রের জলে। পা দিয়ে দাঁড় কাটতে কাটতে আমি পৌঁছে গেলাম সেই বটের ঝুরিটার কাছে। লতানো ঝুরিটা আঁকড়ে ধরে প্রাণপণ চেষ্টায় উঠে এলাম বটবৃক্ষের ডালে।
এভাবে অনেক কষ্টে একসময় পাহাড়ের চূড়ায় উঠে এলাম আমি। এবার মনে কিছুটা সাহস ফিরে পেলাম। নিজের সারা শরীরটার দিকে ভালো করে লক্ষ করার ফুরসৎ হলো এবার। পা দুটো সামুদ্রিক মাছের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে গেছে। দুর্গম পাহাড়ের ঘষায় বুকে পিঠে ছাল ছিঁড়ে গেছে। এসব নজরে আসার আগে কোনো জ্বালা যন্ত্রণা ও ব্যথা অনুভূত হয়নি আমার। কিন্তু এখন ব্যথা ও যন্ত্রণায় কাতর হয়ে পড়ি। (চলবে)

 

 


আরো সংবাদ



premium cement