যাদুর টুপি
- রূপান্তর : সোনিয়া হুসাইন
- ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০, আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৩
নয়.
তিন স্বর্ণমুদ্রা দিয়েই আমি ভাগ্য গড়ার চেষ্টা করব। এবার তা হলে ম্যাজিক হ্যাটটি দাও আমায়?
: হ্যাঁ, তোমাকে দেয়ার জন্যই তো আমি এটি নিয়ে এসেছি। তবে, কথাটি মনে রেখো কোকো। তিনটি গোল্ড কয়েনের বেশি লোভ করতে যেও না। এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। লোভ মানুষকে অনেক কিছুই ভুলিয়ে দেয়। ধৈর্য এবং বুদ্ধির সাথে টুপিটি ব্যবহার করবে, আশা করি।
পরদিন সকালে কোকোর বাবা এসে ঘুম ভাঙাল কোকোর।
: গুড মর্নিং কোকো। আশা করি ভালো ঘুম হয়েছে তোমার?
: হ্যাঁ, বাবা। বেশ ভালো ঘুম হয়েছে। ধন্যবাদ।
: কিন্তু তোমাকে দেখে তো তেমনটি মনে হচ্ছে না। তোমার চোখ লাল, চুল উসকো খুশকো। রাতে মনে হলো তুমি ঘুমের মধ্যে চিৎকার করছিলে। কোনো দুঃস্বপ্ন-টপ্ন দেখোনি তো?
এবার কোকোর স্বপ্নের কথা মনে পড়ে যায়। সে কিছুটা ইতস্তত করে বলে, ওহ্, ইয়েস। না না, বাবা। কোনো দুঃস্বপ্ন নয়। স্বপ্নের কথা বাবাকে সে বলতে চায় না। আসলে কোকো চায় না, তার বাবা ম্যাজিক হ্যাটের কথা জেনে যাক।
: আচ্ছা, তা হলে সেটাই ভালো। এবার ওঠো, হাত মুখ ধোও, ফ্রেস হও। আর হ্যাঁ, আজ তো সানডে। ছুটির দিন। আমি এবং তোমার মা বাইরে যাচ্ছি। ফিরতে রাত হবে। আমরা ফিরে না আসা পর্যন্ত তুমি বাইরে বের হয়ো না। উইস ইউ হ্যাভ অ্যা গুড ডে, সান। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা