২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)
ভারসাম্য যাতে বজায় থাকে সেভাবে গুড়ির মাঝখানে নিজের দেহটাকে ঠিক করে দুই পা জলে ডুবিয়ে দিলাম। তারপর হাত দিয়ে দাঁড় কাটতে লাগলাম। এভাবে কিছুদূর হয়তো অতিক্রম করা গেল। কিন্তু হঠাৎ একটা উত্তাল ঢেউ এসে আবার আমাকে কোথায় যে ভাসিয়ে নিয়ে গেল কিছুরই হদিস পেলাম না।
এদিকে, আমি তখনো দেখতে পাচ্ছি, আমাদের জাহাজে পাল তোলা হচ্ছে। আমি চিৎকার করতে থাকলাম। আমাকে নিয়ে যাও। ফেলে যেও না আমাকে। কিন্তু আমার কণ্ঠস্বর অতদূর অবধি পৌঁছাল না। কিছুক্ষণের মধ্যেই জাহাজের পালে হাওয়া লাগল। ধীরে ধীরে চোখের অদৃশ্য হয়ে গেল জাহাজটি। এদিকে রাত্রির কালো ছায়া নেমে এসেছে চারিদিকে। এমন নিঃসীম নির্জন সমুদ্রের অন্ধকারে আমি যেন অচেনা এক প্রাণী। একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই আমাকে বাঁচাবে। তিনিই একমাত্র ভরসা ভেবে সেই কাঠের পাটাতনের ওপর পা গুটিয়ে চুপচাপ বসে থাকি। আর মৃত্যুর প্রহর গুনি। কিন্তু না, আমি মরিনি।
(চলবে)


আরো সংবাদ



premium cement