২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)
কাপ্তানের চিৎকারে ভীত-সম্ভ্রস্ত হয়ে হাঁড়িকুড়ি বাসন, খানাপিনা জামা-কাপড় সব ফেলে জাহাজের দিকে ছুটে চলি সবাই। কাপ্তান ততক্ষণে নোঙর তোলার হুকুম দিয়ে দিয়েছেন। কয়েক মুহূর্তের মধ্যেই জাহাজ ছেড়ে দিলো। ওই সময়ের মধ্যে যারা পারল, হুড়মুড় করে জাহাজের পাটাতনে উঠে পড়ল। আর যারা দেরি করল, তারা আর সে সুযোগ পেল না। তিমিটা ততক্ষণে আড়মোড় ভেঙে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে লাগল। মনে হলো, পুরো একটি দ্বীপ যেন তলিয়ে গেল সাগরে।
যে হতভাগারা সময়মতো জাহাজে উঠতে পারল না, আমি তাদেরই একজন। কিন্তু আল্লাহ আমাকে সমুদ্রের অতল তলে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করলেন। ভাসমান একখণ্ড ফাঁপা কাঠের গুঁড়ি সামনে দেখতে পেলাম। সেটাকেই আঁকড়ে ধরলাম আমি। এই কাঠের পাটে কিছুক্ষণ আগে আমার সহযাত্রীরা তাদের কাপড় কাচছিল। বহু কায়ক্লেশে, অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর, গুঁড়িটার উপরে উঠে বসতে পারলাম। (চলবে)


আরো সংবাদ



premium cement