২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)
যখন আমি সাবালক হলাম, আমার সেই আত্মীয়ের কাছে গচ্ছিত রাখা সকল সম্পত্তি তিনি আমাকে বুঝিয়ে দিলেন। আমি নিজের হাতে ফিরে পেলাম বাবার সকল বিষয়-আশয় ও সম্পদ।
এমন কাঁচা বয়সে এতো টাকা পয়সা হাতে পেলে যা হয় আর কি! আমার ভোগ বিলাসের মাত্রা ছাড়িয়ে গেল। ইয়ার বন্ধুদের সংখ্যাও দিন দিন বাড়তে লাগলো আমার। প্রতিদিন দামী দামী পানীয় পান ও গোশত খাওয়ার মহোৎসব চলতে লাগল আমার প্রাসাদে। মূল্যবান সাজপোশাক পরে ফুর্তি মেরে আর কাব্য পাঠে দিন কাটতে লাগল আমার। এভাবে অনেক দিন কেটে গেল। হঠাৎ একদিন দেখলাম, বিষয়সম্পত্তি বলতে আমার আর তেমন কিছুই অবশিষ্ট নেই। যা আছে, বলতে গেলে অতি নগণ্য। আমি ভয়ে শিউরে উঠলাম। জীবনের বাকী দিনগুলো কি নিদারুণ কষ্টেই না কাটবে আমার! পয়গম্বর সুলেমান ইবন দাউদের কয়েকটি বাণী মনে পড়ে গেল। আমার বাবা প্রায়ই বাণীগুলো আওড়াতেন, ‘জন্মের মুহূর্তের চেয়ে মৃত্যুর মুহূর্ত অনেক ভালো। (চলবে)

 


আরো সংবাদ



premium cement

সকল