যাদুর টুপি
- রূপান্তর : সোনিয়া হুসাইন
- ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
তিন.
ওই পাশের আয়নার দিকে তাকাও। চমৎকার দেখায় তোমায়। তাই নয় কি? তুমি অন্য কাউকে জিজ্ঞেস করেও দেখতে পারো। একটু ভিন্ন রকম, একটু স্মার্ট না দেখালে এ যুগে সম্মান পাওয়া যায়?
অনেক দিনের পুরোনো দামি উইচ হ্যাটটি অবশেষে বিক্রি হয়ে গেল। মনে মনে বেশ খুশি কোকো। যাক, বহু দিন ধরে পরে থাকা উইচ হ্যাটটি অবশেষে বিক্রি করা গেল।
ওই দিন সন্ধ্যায় কোকোর বাবা যখন দোকানে ফিরে এলেন কোকো বেশ উৎফুল্ল তখন। সে তার বাবাকে বলে, দেখো বাবা, সেই পুরোনো উইচ হ্যাটটি বিক্রি করে দিলাম।
বাবা : কী বলছ? সেই পুরোনো উইচ হ্যাট?
: হ্যাঁ বাবা। সেটি প্রায় বছরখানেক ধরে পড়ে ছিল দোকানে। আজ বিক্রি হয়ে গেল।
: কার কাছে বিক্রি করলে এমন পুরোনো হ্যাট? আমি তো মনে করেছিলাম, সেটি আর বিক্রিই হবে না।
: বেনের কাছে।
: বেন? তোমার বন্ধু বেনের কাছে?
: হ্যাঁ বাবা, বেন আজ ওর বাবার সাথে একটি শবযাত্রায় যাবে। তাই হ্যাট কিনতে এসেছিল। আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে এই উইচ হ্যাটটিই ধরিয়ে দিয়েছি।
: শবযাত্রায় যাবে উইচ হ্যাট পরে! কেউ উইচ হ্যাট পরে শবযাত্রায় যায়?
: সেটা তো ওদের ব্যাপার বাবা। আমার কাজ বিক্রি করা। বেশ ভালো দামে বিক্রি করেছি। তাকে আমি বুঝাতে পেরেছি যে, এটিই তার প্রয়োজন। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা