২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চমচম

-

বলছি চমচমের কথা। টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম খুবই বিখ্যাত। ১৯ শতকের মাঝামাঝি সময়ে পোড়াবাড়ি চমচমের শুরু। ভারতের উত্তর প্রদেশের বালিয়া জেলার রাজা রাম গোরের উৎসাহে চমচমকে করা হয় আরো মনোহর ও সুস্বাদু। এরপর তার নাতি মতিলাল গোর চমচমের আরো আধুনিকায়ন করেন। রসগোল্লা বা লেডিকেনির চেয়ে এ মিষ্টির ঘনত্ব বেশি, একটু শুকনা ও শক্ত। রসগোল্লার মতো রসে ভেজা ও নরম নয়, আকারেও গোল নয়- ডিম্বাকার, কিছুটা লম্বাটে। রসগোল্লার চেয়ে বেশি দিন এটা ভালো থাকে। রঙ বাদামি থেকে গাঢ় বাদামি। তবে ঘিয়া রঙের চমচমও আছে। মাওয়ার গুঁড়া বা দুধ জ্বাল দিয়ে শুকিয়ে গুঁড়া করে সেই গুঁড়া চমচমের উপর ছিটিয়ে দেয়া হয়। এতে চমচমের চেহারা ও স্বাদ ভালো হয়। এটাই যেন পোড়াবাড়ি চমচমের বিশেষত্ব। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের খ্যাতি আম আর চমচমের জন্য। বিশেষ করে ওখানকার ময়রারা যত বড় আকারের চমচম তৈরি করতে পারেন তত বড় চমচম এ দেশের আর কোথাও দেখা যায় না।
বেশ কয়েক রকমের চমচম এ দেশে দেখা যায়। আদিতে যে সাধারণ চমচম তৈরি করা হয়েছিল এখন তার বেশ আধুনিকায়ন ঘটেছে। সাধারণ চমচম একটু শক্ত, সাদা থেকে ঘিয়া রঙের, কম রসাল, বেশি মিষ্টি। ক্ষীর চমচমের উপরে ক্ষীরের প্রলেপ থাকে বা ক্ষীরের গুঁড়া মাখানো থাকে। ‘ক্ষীর চমচম’, ‘মৌচাক চমচম’, ‘পোড়া চমচম’, ‘শিব চমচম’, ‘ছোট চমচম’, ‘বড় চমচম’, ‘রাজ চমচম’ ইত্যাদি বিভিন্ন নামের চমচম এ দেশে দেখা যায়। মৌচাক চমচমের ভেতরটা মৌচাকের মতো ছিদ্রযুক্ত ও তার ভেতরে মধুর মতো রস থাকে। টাঙ্গাইলে এ ধরনের চমচম পাওয়া যায়।


আরো সংবাদ



premium cement
কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে নদীতে, নিহত ৩ গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জামায়াতের উদ্বেগ মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য সুখবর দিলো দেশটির সরকার আইএলও বাংলাদেশকে ৩ মিলিয়ন ইউরো দেবে মাঠে নামার আগেই ইনিংস ঘোষণা বাংলাদেশের একনেকে ৬ হাজার কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব

সকল