সুলতানের পুত্র
- রূপান্তর : সোনিয়া হুসাইন
- ১২ আগস্ট ২০২৪, ০০:০৫
পনেরো.
ওই পাশের ঘরে বাঁধা ঘোড়াটিকে আমার সাথে দিন, ওটার পিঠে চাপিয়ে অনেক লাকড়ি এক সাথে নিয়ে আসি?
জাদুকর ভাবল, বুদ্ধিটা খারাপ না। ঘোড়ার পিঠে করে অনেক লাকড়ি নিয়ে আসা যাবে। তিনি অনুমতি দিলেন। বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। নিয়ে যাও ঘোড়াটিকে। কিন্তু সাবধান, ওর বাম-পায়ের হাঁটু স্পর্শ করো না কখনো। তা হলে ঘোড়াটি আর ঘোড়া থাকবে না। ওটা মানুষ হয়ে যাবে। তখন আর ওটাকে আটকাতে পারবে না।
ছুটে পালিয়ে যাবে। সাবধান, বলে দিলাম কিন্তু। খেজানা মনে মনে এমনটাই তো জানতে চেয়েছিল। এবার সে জেনে গেছে কিভাবে ফারাসিকে আবার মানবীরূপে ফিরিয়ে আনা যাবে। ম্যাকাউই বৃদ্ধ মানুষ। খেজানা তাকে শোবার ঘরে সুন্দর এক বিছানা করে দিলো। তারপর বলল, আপনি এখানে শুয়ে বিশ্রাম নিন। আমি ঘোড়া হাকিয়ে যাব আর আসব। অনেক লাকড়ি নিয়ে আসব আজ।
আসলে ম্যাকাউই বুঝে উঠতে পারেনি যে খেজানা তার সাথে এমন চাতুরী করবে। তিনি বললেন, দ্রুত যাও। লাকড়ির ব্যবস্থা করো। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা