সুলতানের পুত্র
- রূপান্তর : সোনিয়া হুসাইন
- ১০ আগস্ট ২০২৪, ০০:০০
তেরো.
খেতেও দিচ্ছে না আমাকে ঠিকমতো। এই দেখো, চেহারা আমার হাড় জিরজিরে হয়ে গেছে। খেজানা ঘোড়াটির কাছে এগিয়ে যায়। তার পিঠে সহানুভূতির হাত বুলিয়ে দেয়।
নারীকণ্ঠি ঘোড়াটি বলল, আমাকে বাঁচাও হে রাজপুত্র।
খেজানা : কিভাবে তোমাকে বাঁচাব নারীকণ্ঠি ঘোড়াটি?
নারীকণ্ঠি ঘোড়া ফারাসি : আমার বাঁধন খুলে দাও। আমাকে মুক্ত করো।
খেজানা : সেটা না হয় করলাম। কিন্তু তুমি মনুষ্যরূপ ফিরে পাবে কিভাবে?
ফারাসি : আগে তো আমাকে মুক্ত করো হে রাজপুত্র, তারপর না হয় বাকিটা ভাবা যাবে। সারাজীবন ঘোড়া হয়ে কাটিয়ে দেবো, কিন্তু এই জাদুকরের অধীনে বন্দী থাকব না। খেজানা ঘোড়ার রশি কেটে দিলো। গলা থেকে মুক্ত করে দিলো রশি। তারপর ঘোড়ারূপী মানবকন্যা ফারাসি ও খেজানা বেরিয়ে এলো সেই কুঠুরি থেকে। একদিন, দু’দিন করে দিন চলে যেতে লাগল। এখন তারা ভালো বন্ধু। নারীকণ্ঠি ঘোড়ার সাথে হেসে খেলে বেশ আনন্দেই দিন কাটতে লাগল খেজানার। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা