২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)

সিন্দাবাদের কাঠামোবদ্ধ গল্পগুলোর শুরুটা হয় এভাবে- বাগদাদের খলিফা হারুন অর রশিদের আমলে এক গরিব কুলি এক ধনী বণিকের বাড়ির সামনে বসে বিশ্রাম নিচ্ছিল।
সেখানে বসে বসে খোদার কাছে সে দুনিয়ায় ধনী-গরিবের এমন অসমতার জন্য নালিশ জানায়। ধনীরা সারা দিন আরামে-আয়াশে থাকে, আর সিন্দাবাদের মতো গরিবরা সারা দিন খাটাখাটুনি করে। কিন্তু দিন শেষে যে গরিব, সে গরিবই থেকে যায়।
বাড়ির মালিক কুলির এই ফরিয়াদগুলো শুনতে পান এবং কুলিকে বাড়ির ভেতরে ডেকে আনেন। কাকতালীয়ভাবে জানতে পারেন, তাদের দু’জনের নামই সিন্দাবাদ। ধনী সিন্দাবাদ পরবর্তীতে গরিব সিন্দাবাদকে তার সাতটি রোমাঞ্চকর সমুদ্র অভিযানের গল্প শোনান। যে অভিযানের মাধ্যমে তিনি এমন অঢেল ধন-সম্পদের মালিক হতে পেরেছেন। তোমরা ধারাবাহিকভাবে সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রার কাহিনী জানতে পারবে। (চলবে)


আরো সংবাদ



premium cement