চাঁদের ইতিকথা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
এদিকে পুব আকাশে ততক্ষণে ভোরের আভা ফুটে উঠেছে। উদ্ভাসিত হয়ে উঠছে আলোর রেখা। সেই সাথে নীলের গহিনে হারিয়ে যায় চাঁদ। পৃথিবীতে শুরু হয় জীবনের কোলাহল, জীবিকার ব্যস্ততা। শুরু হয় পাখির কলকাকলি। ঝর্ণার ছলছল শব্দে জেগে ওঠে পৃথিবী। শুধু জাগে না রাজকুমারী ‘চি-নিও’। শ্বেত পাথরের মূর্তি হয়ে সে আজো দাঁড়িয়ে আছে চীনের গানজু প্রদেশের সেই গোলাপ বাগানে। সেই শ্বেতমূর্তির ডান হাতে আজো ধরে রাখা আছে প্রস্ফুটিত গোলাপ কলিটি। তার চুলের খোঁপায় আজো শোভা পাচ্ছে চাঁদের নিজ হাতে গুঁজে দেয়া লাল গোলাপ। কথিত আছে যে, সেই গোলাপ দু’টি কখনো শুকিয়ে যায় না। মিইয়ে পড়ে না রোদে। ঝরে পড়ে না শ্বেতমূর্তির হাত থেকে, তার চুলের খোঁপা থেকে।
(সমাপ্ত)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা