চাঁদের ইতিকথা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ৩১ জুলাই ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
চাঁদও অভিভূত এমন দৃশ্যে। সে শ্বেত মূর্তির আরো কাছে এসে বিনয়ের সাথে বলে- কথা বলো ‘চি-নিও’। কথা বলো।
কিন্তু ‘চি-নিও’ আর কথা বলতে পারে না। কারণ, এখন সে পাথুরে মূর্তি। সত্তাটি তার চলে গেছে চাঁদের অন্তরে। চি-নিও’র পাথুরে মুখ থেকে তো আর কথা বের হয় না!
এমন সময় ভোরের ¯িœগ্ধ বাতাস বইতে শুরু করে। গাছে গাছে পাখিরা গান গেয়ে ওঠে। পুব আকাশে আলোর রেখা ফুটে ওঠে। আর তখনই পাতার ফাঁক থেকে কে যেন বলে ওঠে- ‘চাঁদ তুমি ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও আকাশে! তোমার মনের আশা তো পূর্ণ হলোই। কী অপরূপ রূপে সেজেছ তুমি। নব উপ-গ্রহের মতো উজ্জ্বল হয়ে উঠেছ। এবার ফিরে যাও চাঁদ। তোমার রূপের ঝর্ণাধারায় সিক্ত করো পৃথিবীকে। তোমার গায়ের জোছনা ছড়িয়ে দাও অলোকে-ভূলোকে।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা