সুলতানের পুত্র
- রূপান্তর : সোনিয়া হুসাইন
- ২৮ জুলাই ২০২৪, ০০:০৫
ছয়.
তিনি রাজ্যের পণ্ডিতদেরকে ডাকলেন। তার তিন পুত্রের বিদ্যার বহর পরীক্ষা করে দেখার জন্য। পণ্ডিতেরা এলেন এবং নানা প্রশ্ন করলেন। উত্তরমেরুর কোথায় স্বর্ণের খনির ভাণ্ডার রয়েছে। দক্ষিণ মেরুর কোথায় এখনো মানুষ গিয়ে পৌঁছেনি। পশ্চিমের কোন সাগরে গিয়ে সূর্য অতল তলে ডুবে যায়, পুবের কোথায় কোন দ্বীপে এখনো মনুষ্য বসতি গড়ে ওঠেনি। ইত্যাকার নানা প্রশ্ন করে পণ্ডিতেরা সুলতানের তিন পুত্রের বিদ্যার বহর দেখলেন। পরীক্ষা শেষে পণ্ডিতেরা সবাই এক বাক্যে স্বীকার করলেন, হ্যাঁ, মহামান্য সুলতান। আপনার পুত্রত্রয় সুশিক্ষায় শিক্ষিত হয়ে বড় মাপের পাণ্ডিত্য অর্জন করতে পেরেছে।
এ কথা শুনে যারপরনাই খুশি হলেন সুলতান। তিনি পূর্বের ওয়াদা মতো বললেন, হ্যাঁ, মান্যবর পণ্ডিত। আমি আপনার প্রতি সন্তুষ্ট।
জাদুকর বললেন, তা হলে আপনার ওয়াদা রক্ষা করুন।
সুলতান বললেন, আমার পুত্রত্রয়ের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে আপনি নিয়ে যান।
জাদুকর ছোট রাজপুত্রকে বেছে নিলেন। এবং তাকে নিয়ে চলে গেলেন অন্য কোথাও, অন্য কোনোখানে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা