ঝড় বিজলির উৎসব
- ২৭ জুলাই ২০২৪, ০০:০০
আজ তোমরা জানবে ঝড় বিজলির উৎসব সম্পর্কে । এমন এক জায়গা আছে, যেখানে ঝড় কখনো থামে না। শত শত বছর ধরে অবিরাম বিজলি চমকানো, ঝড়বৃষ্টি যেন সেখানকার নিত্যঘটনা। লিখেছেন মৃত্যুঞ্জয় রায়
আমাদের গ্রহে এমন এক জায়গা আছে, যেখানে ঝড় কখনো থামে না। অবিরাম বিজলি চমকানো, ঝড়বৃষ্টি যেন সেখানকার নিত্যঘটনা। ভেনিজুয়েলার মারাকাইবু হ্রদে কাটাটুম্বু নদীর মোহনায় চলে এমন এক ভৌতিক খেলা। সেখানে বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৬০ দিন, দিনে গড়ে ১০ ঘণ্টা ধরে চলে ঝড়বৃষ্টি আর বিজলির উৎসব।
ঘণ্টায় প্রায় ২৮০ বার সেখানে বিজলি চমকায় ও ঝড় আসে। সাধারণত গোধূলিবেলার এক ঘণ্টা পর থেকেই এই ঝড় শুরু হয়। সেখানে দুই থেকে ১০ কিলোমিটার উঁচু পর্যন্ত বিজলি রেখা দেখা যায়। ঠাণ্ডা ও গরম বাতাসের প্রবাহ মিলনের ফলেই এরূপ ঘটনার সৃষ্টি হয়। সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এই ঘটনা সেখানে চলতে থাকে। শত শত বছর ধরে সেখানে নিয়মিতভাবে এই ঘটনা চলে আসছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা