১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`
জানা অজানা

বই সংগ্রহ করা

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয় জানো, বিভিন্ন মানুষের বিভিন্ন শখ। কেউ ফুলের বাগান করে। কেউ বা করে ফলের বাগান। আবার কারো শখ বই সংগ্রহ করা কিংবা পাঠাগার গড়ে তোলা। তোমাদের শখ কী? তোমরা কি বই সংগ্রহ করো?
বিভিন্নভাবে বই সংগ্রহ করা যায়। প্রতি মাসে দু-একটি করে বই কেনা যেতে পারে। এ জন্য অবশ্য বাবা-মা বা মুরব্বির অনুমতি দরকার। কারণ বই কেনার টাকা তাদের কাছ থেকেই নিতে হয়। অনেকে টিফিনের টাকা বাঁচিয়ে জমা করে। এভাবে কয়েক মাস জমায়। তারপর বই কেনে।
কেউ কেউ বড় ভাই বা বোনের কাছ থেকে বাড়তি বই চেয়ে নেয় এবং এগুলো সংগ্রহে রাখে। অনেকে উপরের শ্রেণীতে গেলে আগের শ্রেণীর বইগুলো রেখে দেয়। এভাবে অনেক বই সংগ্রহ করা যায়। এ বই দিয়েই গড়ে ওঠে পারিবারিক লাইব্রেরি বা পাঠাগার। এবার ছবি দেখো।


আরো সংবাদ



premium cement

সকল