২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা অজানা

আকন্দের গুণ

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা নিশ্চয়ই আকন্দের নাম শুনে থাকবে। অনেকেই হয়তো এটি দেখে থাকবে। আকন্দ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ। বিভিন্ন রোগে এ গাছের কার্যকারিতা রয়েছে।
ওষুধ তৈরি করতে আকন্দের পাতা, মূল ও ফুল ব্যবহার করা হয়। এটি বমি রোধ করে, পাকস্থলীর শক্তি বাড়ায়, কফ নিঃসরণ ও খিঁচুনি রোধ করে। এ গাছ রোগ পরবর্তী স্বাস্থ্য পুনরুদ্ধার, বিরেচক ও হজমকারক হিসেবে ব্যবহার করা যায়। কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নিতে চেষ্টা করো। আকন্দের ইংরেজি কী? Mudar. এবার ছবি দেখো।


আরো সংবাদ



premium cement